পাইথন নিয়ে কাজ করতে গেলে অবশ্যয় আপনাকে কম্পিউটার/মেশিন এ পাইথন ইনস্টল করতে হবে। যদি পাইথন ইনস্টল করা না থাকে, তাহলে আপনার কম্পিউটার/মেশিন এ আপনি পাইথন প্রোগ্রামিং করতে পারবেন না। তাই প্রথমেই আমাদেরকে আমাদের কম্পিউটারে পাইথন ইনস্টল করে নিতে হবে।
এখন আমরা দেখবো পাইথন ইনস্টল করার প্রক্রিয়া:
প্রথমেই আমাদেরকে পাইথনের সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে পাইথন এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে।
https://www.python.org/downloads/
ডাউনলোড শেষে সফটওয়্যারটি কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে। এখন আমরা দেখবো আসলেও কি পাইথন আমাদের কম্পিউটারে ইনস্টল হয়েছে কিনা।
- Linux: Ctrl+Alt+T
- Windows: Win+R > type powershell > Enter/OK
- MacOS: Finder > Applications > Utilities > Terminal
টার্মিনালে python3 লিখবেন, কারণ আমরা পাইথন ৩ ইন্সটল করেছি আমাদের কম্পিউটারে।
Comments
Post a Comment