Skip to main content

Posts

Showing posts from December, 2020

How to install Python 3 on a computer?

If you want to work with Python, you must install Python on your computer / machine. If you do not have Python installed, you will not be able to do Python programming on your computer / machine. So first we need to install Python on our computer. Now we will see how to install Python: First, we need to download Python software from Python's official website. https://www.python.org/downloads/ After downloading the software must be installed on the computer. Now we will see if Python is actually installed on our systems. Linux:   Ctrl+Alt+T Windows:   Win+R > type  powershell  > Enter/OK MacOS:   Finder > Applications > Utilities > Terminal Write python3 in the terminal, because we have Python 3 installed on our computer. If these texts show, you know that Python is installed on your computer.

কিভাবে কম্পিউটারে পাইথন ৩ ইনস্টল করবো?

পাইথন নিয়ে কাজ করতে গেলে অবশ্যয় আপনাকে  কম্পিউটার/মেশিন এ পাইথন ইনস্টল করতে হবে। যদি পাইথন ইনস্টল  করা না থাকে, তাহলে আপনার কম্পিউটার/মেশিন এ আপনি পাইথন প্রোগ্রামিং করতে পারবেন না। তাই প্রথমেই আমাদেরকে আমাদের কম্পিউটারে পাইথন ইনস্টল করে নিতে হবে।  এখন আমরা দেখবো পাইথন ইনস্টল করার প্রক্রিয়া: প্রথমেই আমাদেরকে পাইথনের সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে পাইথন এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে।  https://www.python.org/downloads/ ডাউনলোড শেষে সফটওয়্যারটি কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে। এখন আমরা দেখবো আসলেও কি পাইথন আমাদের কম্পিউটারে ইনস্টল হয়েছে কিনা। Linux:   Ctrl+Alt+T Windows:   Win+R > type  powershell  > Enter/OK MacOS:   Finder > Applications > Utilities > Terminal টার্মিনালে python3 লিখবেন, কারণ আমরা পাইথন ৩  ইন্সটল করেছি আমাদের কম্পিউটারে। যদি এই লেখাগুলো দেখায় তাহলে বুঝবেন যে, আপনার কম্পিউটারে পাইথন ইন্সটল হয়েছে। 

পাইথন প্রোগ্রামিং ভাষার সংস্করণ

পাইথন প্রোগ্রামিং শুরু করার আগে আমাদের অবশ্যয় বেঁছে নিতে হবে, আমরা পাইথন এর কোন সংস্করণটি নিয়ে প্রোগ্রামিং করতে চাই। আমাদের এমন একটি সংস্করণ নিয়ে কাজ করতে হবে যেন ভবিষ্যতে পাইথন নিয়ে কোনো কাজ করতে গেলে অনেক সহজেই আমাদের কাজগুলা করতে পারি। এবং অনেক দ্রুত আমরা আমাদের সফটওয়্যারগুলো উন্নয়ন করতে পারি।  পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মোট তিন ধরণের সংস্করণ আছে:  পাইথন ১ পাইথন ২ পাইথন ৩ পাইথন ১: যখন প্রথম পাইথন প্রোগ্রামিং মুক্তি দেওয়া হয় তখন পাইথন এর সংস্করণ ছিল ০.৯.০ (ফেব্রুয়ারী ১৯৯১) । এই পর্যাইয়ে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে উপস্থিত ছিল ক্লাস, ইনহেরিটেন্স, এক্সেপশন হ্যান্ডলিং, ফাঙ্কশন, লিস্ট, ডিকশেনারী, স্ট্রিং। এবং অনেক হালনাগাদের পরে ১৯৯৪ সালের জানুয়ারিতে সংস্করণ ১.০ নিয়ে মুক্তি দেয়া হয় পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের। এই রিলিজটিতে অন্তর্ভুক্ত থাকা প্রধান নতুন বৈশিষ্ট্যগুলি হ'ল কার্যকরী প্রোগ্রামিং সরঞ্জামগুলি ল্যামডা, ম্যাপ, ফিল্টার। এই থেকে শুরু হলো পাইথন ১ এর যাত্রা। ভ্যান রসম CWI তে থাকাকালীন সর্বশেষ সংস্করণটি 1995 সালে পাইথন 1.2 ছিল। ভ্যান রসম ভার্জিনিয়ার রেস্টনে কর্পোরেশন ফর

Version of Python Programming Language

Before we can start Python programming, we must choose which version of Python we want to program with. We need to work on a version that makes it easier for us to work with Python in the future. And much faster we can develop our software. There are a total of three versions of the Python programming language: Python 1 Python 2 Python 3 Python 1: When Python programming was first released, the version of Python was 0.9.0 (February 1991). At this stage, the Python programming language had classes, inheritance, exception handling, functions, lists, dictionaries, strings. And after many updates, the Python programming language was released in January 1994 with version 1.0. The main new features included in this release are functional programming tools lambda, maps, filters. This is where the journey of Python 1 begins. The last version was Python 1.2 in 1995 when Van Ross was at CWI. Van Rossam continued Python's work at the Corporation for National Research Initiatives (CNRI) in Res