এখন আমরা শিখবো কিভাবে পাইথনের print() ফাংশনটি কিভাবে কাজ করে। পাইথন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর মাদ্ধমে কিভাবে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি সেইটা দেখবো।
আমাদের প্রতিটা মানুষেরই একটি নাম আছে, আর এই নামই হলো তার পরিচয়। ঠিক তেমনিই প্রতিটা প্রোগ্রামিং ল্যাংগুয়েজেরই একটি পরিচয় আছে, আর সেইটা হলো এক্সটেনশন। এক্সটেনশনের মাদ্ধমে আমরা চিনতে বা বুঝতে পারি কোন প্রোগ্রামিং লাঙ্গুয়েজটি। তাই আমরা প্রথমেই একটি পাইথন ফাইল তৈরী করে নিবো। এবং ফাইল এর এক্সটেনশন অবশ্যয় (.py) দিয়ে সেভ করতে হবে।
পাইথন প্রোগ্রামিং ল্যাংগুয়েজে কোনো কিছুর আউটপুট দেখতে হলে প্রিন্ট() ফাংশনটি ব্যবহার করা হয়। প্রথমেই আমরা প্রিন্ট ফাংশনটি লিখবো। এই প্রিন্ট() ফাংশনের মাদ্ধমেই আমরা যেকোনো লিখা প্রদর্শন করতে পারি। এবং দেখতে পারি আমাদের প্রোগ্রামটি কি আউটপুট দিচ্ছে।
পাইথন প্রোগ্রামটি রান করার পর আমরা দেখতে পেলাম আমাদের নামটি খুব সুন্দর ভাবে প্রিন্ট করে দেখালো। আমরা মুটামুটি ধারণা পেলাম পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিভাবে প্রিন্ট() ফাংশনটি কাজ করে।
প্রিন্ট() ফাংশনের ভেতর আরও কিছু প্যারামিটার আছে যেগুলোর সাহায্যে আমরা আমাদের অউটপুটটি বিভিন্ন ভাবে দেখতে পারি। এবং এই প্যারামিটারগুলো কিভাবে কাজ করে বা এইগুলো কিভাবে ব্যবহার করা যায়, সেগুলোর জন্য আমরা একটি ভিডিও টিউটোরিয়াল বানিয়েছি। এই ভিডিও টিউটোরিয়ালের মাদ্ধমে অতি সহজেই বুঝতে পারবেন কিভাবে প্রিন্ট() ফাংশনের প্যারামিটারগুলো কাজ করে।
Comments
Post a Comment