Skip to main content

Posts

Showing posts from June, 2021

How the print () function works in Python programming language?

Now we will learn how Python's print () function works. Let's see how we can express ourselves through the Python programming language. Every human being has a name, and this name is his identity. Likewise, every programming language has an identity, and that is an extension. Extensions allow us to recognize or understand which programming language. So we will first create a Python file. And the extension of the file must be saved with (.py) . Now looking at the extension of this file, we understand that this is a file of Python programming language. Now we will open this Python file with any editor. The print () function is used to view the output of something in the Python programming language. First, we will write the print function. We can display any text using this print () function. And we can see what our program is outputting. Now we will put a double quotation ("") inside this print () function. And whatever we write inside this double quotation will show as...

পাইথন প্রোগ্রামিং ল্যাংগুয়েজে print() ফাংশন কিভাবে কাজ করে?

এখন আমরা শিখবো কিভাবে পাইথনের print() ফাংশনটি কিভাবে কাজ করে। পাইথন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর মাদ্ধমে কিভাবে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি সেইটা দেখবো। আমাদের প্রতিটা মানুষেরই একটি নাম আছে, আর এই নামই হলো তার পরিচয়। ঠিক তেমনিই প্রতিটা প্রোগ্রামিং ল্যাংগুয়েজেরই একটি পরিচয় আছে, আর সেইটা হলো এক্সটেনশন। এক্সটেনশনের মাদ্ধমে আমরা চিনতে বা বুঝতে পারি কোন প্রোগ্রামিং লাঙ্গুয়েজটি। তাই আমরা প্রথমেই একটি পাইথন ফাইল তৈরী করে নিবো। এবং ফাইল এর এক্সটেনশন অবশ্যয় (.py) দিয়ে সেভ করতে হবে।  এখন এই ফাইলের এক্সটেনশন দেখে আমরা বুঝতে পারছি যে, এইটা পাইথন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর ফাইল। এখন আমরা এই পাইথনের ফাইলটি যেকোনো এডিটর দিয়ে ওপেন করবো। পাইথন প্রোগ্রামিং ল্যাংগুয়েজে কোনো কিছুর আউটপুট দেখতে হলে প্রিন্ট() ফাংশনটি ব্যবহার করা হয়। প্রথমেই আমরা প্রিন্ট ফাংশনটি লিখবো। এই প্রিন্ট() ফাংশনের মাদ্ধমেই আমরা যেকোনো লিখা প্রদর্শন করতে পারি। এবং দেখতে পারি আমাদের প্রোগ্রামটি কি আউটপুট দিচ্ছে।  এখন আমরা এই প্রিন্ট() ফাংশনের ভেতর ডাবল কোটেশন (" ") দিবো। এবং এই ডাবল কোটেশনের ভে...