Skip to main content

Posts

Showing posts from July, 2020

Why do we learn Python? / Why is Python so popular?

We use a programming language to highlight modernity in software. When creating software, it is important to make sure that the software is easy for people to use. And based on this, many programming languages ​​have been created over the ages. More than 500 programming languages ​​have been created since 1539 ( list of programming languages ). Every language is built to make the software more advanced so that everyone can do their work more easily and adapt to modernity. Python has dominated the programming world since the 1990s. The hearts of many developers have taken place from the very beginning. When it comes to creating software, the question arises in the minds of the developers in which programming language is the easiest and in the shortest possible time to make the software the most beautiful and the most secure. Based on all this,  Guido van Rossum has created the Python programming language. He is currently leading the development of Python. He has been honored as the lif

কেনো আমরা পাইথন শিখবো? / পাইথন কেন জনপ্রিয়?

আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি একটি সফটওয়ারের মধ্যে আধুনিকত্ব তুলে ধরতে। একটি সফটওয়্যার যখন তৈরী করা হয়, তখন অবশ্যয় লক্ষ্য রাখতে হয় সফটওয়্যারটি যেন মানুষ অনেক সহজেই ব্যবহার করতে পারে। আর এইটার উপর ভিত্তি করে যুগে যুগে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরী করা হইয়েছে। সেই ১৫৩৯ সাল থেকে শুরু করে এই পর্যন্ত প্রায় ৫০০ এর অধিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরী হইয়েছে ( প্রোগ্রামিং ভাষার তালিকা )। প্রতিটা ল্যাঙ্গুয়েজ  তৈরী করা হয় সফটওয়্যার আরও উন্নত ভাবে তৈরী করার জন্য, যেন সবাই অনেক সহজেই তাদের কাজগুলো করতে পারে এবং আধুনিকতার সাথে নিজেকে মানিয়ে নিতে পারে।  প্রোগ্রামিং জগতে পাইথন ১৯৯০ সাল থেকে রাজত্ব করে আসছে। যুগে যুগে শুরু থেকেই জায়গা করে নিয়েছে বহু ডেভেলপারদের হৃদয়। একটি সফটওয়্যার তৈরী করতে গেলে ডেভেলপারদের মনে প্রশ্ন জাগে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সব থেকে সহজে এবং কম সময়ের মাদ্ধমে একটি সফটওয়্যারকে সুন্দরতম ও সব থেকে বেশি নিরাপত্তা দিতে পারে। এই সবকিছুর উপর ভিত্তি করে  গিডো ভান রসম  তৈরী করেছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বর্তমানে পাইথনের উন্নয়নে তিনিই প্রধানত নেতৃত্ব দ